হাথরাস কাণ্ড: এবার ঘটনার প্রতিবাদে শনিবার কলকাতায় মিছিল করবেন মুখ্যমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হাথরাস কাণ্ড নিয়ে এবার আসরে নামতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার কলকাতার রাজপথে নামছেন মমতা।
এর পাশাপাশি শুক্রবার হাথরাসে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল পুলিশের বাধা পাওয়া এবং তাঁদের হেনস্থার মুখে পড়ার ঘটনারও নিন্দা জানাবেন মুখ্যমন্ত্রী।
দলীয় সূত্রে খবর, শনিবার কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টে নাগাদ ময়দান চত্বরে বিড়লা তারামণ্ডলের সামনে থেকে এই মিছিল শুরু হবে। আর তা শেষ হবে গান্ধীমূর্তির পাদদেশে এসে।
প্রসঙ্গত, শুক্রবার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে, তাঁদের সমবেদনা জানাতে হাথরাসে পৌঁছে যান তৃণমূলের প্রতিনিধি দল। ওই দলে ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর।
তাঁদের অভিযোগ, পুলিশ সেখানে তাঁদের শুধু বাধাই দেয়নি, রীতিমতো হেনস্থা করেছে তাঁদের। পুরুষ পুলিশের বিরুদ্ধে মহিলা সাংসদদের গায়ে হাত দেওয়ার অভিযোগ জানিয়েছেন মমতাবালা ঠাকুর ও প্রতিমা মণ্ডল।