fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

কালীপুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ কালীপুজো। এহেন করোনা আবহে বিধিনিষেধ মেনেই আলোর উত্সবে মেতে উঠেছেন রাজ্যের মানুষ। কলকাতা হাইকোর্টের রায়ে এবার বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ। তাই নিউ নর্মাল পরিস্থিতিতে এবারের কালীপুজো বেশ কিছুটা অন্যরকম।  কালীপুজো ও দীপাবলি উপলক্ষে এদিন সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই শুভেচ্ছা জানাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সকলের সুস্থতা কামনা তিনি।

এর পাশাপাশি, উত্সবের আবহে সবাইকে সতর্ক, সচেতন ও সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা পাঠানো হচ্ছে রাজ্যের প্রতিটি নাগরিকের মোবাইলে। উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা ভোট। এবারের ভোটে বাংলা বিজয়ের টার্গেট বিজেপির। বাঙালি মন, ভাবাবেগ জয়ে কসুর করছে না বিজেপি। মহালয়ায় মোদি-শাহের রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা থেকে শুরু করে ষষ্ঠীতে মোদীর বাংলায় ভাষণ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সবটাই ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে জনসংযোগের কৌশল।

           আরও পড়ুন: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিন বাংলা ও হিন্দি, দুই ভাষায় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার মধ্যেও পাল্টা সেই কৌশলই দেখছেন ওয়াকিবহল মহল। বাঙালিদের পাশাপাশি, রাজ্য়ের বাসিন্দা আবাঙালি মন জয়ের চেষ্টাতেই হিন্দিতেও শুভেচ্ছাবার্তা বলছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, অন্যান্য বারের মত এদিনও বাড়ির কালীপুজোয় সামিল হবেন মুখ্যমন্ত্রী।

 

Related Articles

Back to top button
Close