fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশহেডলাইন

কয়লা কেলেঙ্কারি মামলাঃ আদালতে ফের খারিজ অভিষেক ও রুজিরার আবেদন

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ ঘাসফুল শিবিরে বাড়ল অস্বস্তি।  খারিজ হয়ে গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরার  আবেদন। শুক্রবার কয়লাকাণ্ডে তাদের আবেদজ খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। কয়লা কেলেঙ্কারিতে আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের আবেদন জানায় তাঁরা। কিন্তু তাদের সেই আবেদন খারিজ করে দিল আদালত। শুক্রবার আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি রজনীশ ভাটনগর।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর হয়ে সওয়াল করছিলেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল। অন্যদিকে ইডির পক্ষে হাইকোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি অভিষেক ও রুজিরার আবেদনের বিরোধিতা করেন।

এর আগেও ইডির দিল্লির অফিসে ডেকে পাঠানো হয়েছিল অভিষেক ও রুজিরাকে। গত বছরের ১০ সেপ্টেম্বর তাদের তলব করা হয়। সেই সময়েও সেই সময়েও চ্যালেঞ্জ জানিয়েছিলেন তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রী। কলকাতায় না ডেকে ইডির দিল্লির অফিসে কেন তাঁদের ডাকা হচ্ছে, সেটাই ছিল তাঁদের প্রশ্ন। সেই আবেদনও খারিজ হয়ে যায় আদালতে।

ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ইডির তদন্তের এক্তিয়ার কোনও নির্দিষ্ট রাজ্য বা থানার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়। অন্যদিকে কপিল সিবলের যুক্তি দেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আবেদনকারীদের রাজধানীতে তলব করার ক্ষমতা দেওয়া নেই।

গত বছর জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। রুজিরাকে প্রায় একঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসবাদ করা হয়। রেকর্ড করা হয় তার বয়ান। সিবিআই-য়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হয়েছিল বলে জানান রুজিরা।

 

Related Articles

Back to top button
Close