fbpx
কলকাতাহেডলাইন

গরু পাচার কাণ্ডে আজ সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত!

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ড থেকে বগটুই সব ক্ষেত্রেই এবার অন্যতম নাম হিসেবে উঠে আসছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নাম। এবার কি গরু পাচার কাণ্ডে সিবিআই-য়ের মুখোমুখি বসতে চলেছেন তৃণমূলের এই দাপুটে নেতা তথা দিদির প্রিয় ‘কেষ্ট’! মঙ্গলবার বিকেলে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কলকাতায় এসে পৌঁছেছেন। সম্ভবত বুধবার সকালেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে পারেন তৃণমূল নেতা৷ এর আগেও সিবিআই-এর তলবের মুখে পড়েছিলেন তিনি। তবে হাইকোর্টের রক্ষাকবচের ভরসা করে পার পেয়ে যান তিনি। এই নিয়ে অনুব্রত মণ্ডলকে পঞ্চম বার তলব করেছে সিবিআই৷ সেই সমন অনুযায়ী আগামিকাল, এপ্রিল বেলা একটায় তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷

এর আগে প্রত্যেক বারই সিবিআই দফতরে হাজিরা এড়িয়েছেন অনুব্রত৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তৃণমূল নেতা৷ তবে এবার আর হাইকোর্টের রক্ষাকবচ পাননি তিনি। তখন অবশ্য তিনি জানিয়েছিলেন তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন তিনি।

এই মুহূর্তে আসানসোলের লোকসভা উপনির্বাচনের জন্য তৃণমূলের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকেই দায়িত্ব দেওয়া হয়েছে৷ সেই ব্যস্ততার মধ্যেও তিনি কলকাতায় আসায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করা হচ্ছে৷ দিন সন্ধ্যায় নিউ টাউনের কাছে চিনার পার্কের একটি ফ্ল্যাটে এসে ওঠেন অনুব্রত৷

Related Articles

Back to top button
Close