fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশহেডলাইন

আজ দিল্লিতে বিজেপিতে যোগ দেবেন কোচবিহারের তৃণমূল নেতা মিহির গোস্বামী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আজ দিল্লিতে বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূল নেতা মিহির গোস্বামী। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হবে। দিল্লিতে মিহির আজ বিকেল ৪ টায় যোগদান করবেন।

মিহির গোস্বামী হলেন একজন একজন বিশিষ্ট রাজনীতিবিদ।  তিনি দুইবার পশ্চিমবঙ্গ বিধানসভায়  বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সূত্রের খবর, দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন মিহির। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে সরব হন কোচবিহারের এই নেতা মিহির গোস্বামী।

এমনকী ফেসবুকে তাঁর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। তিনি ফেসবুকের দীর্ঘ পোস্টে লিখেছেন, “…আজ সব সহ্যের সীমা অতিক্রম করার সময় অনুভব করেছি, বাইশ বছর আগে যে দলটির সঙ্গে যোগ দিয়েছিলাম, আজকের তৃণমূল সেই দল নয়। এই দলে আমার জায়গা নেই। তাই আজ এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চাই। আমি আশা করছি, আমার দীর্ঘদিনের সাথী বন্ধু ও শুভানুধ্যায়ীরা আমাকে মার্জ্জনা করবেন”।
একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, দলের মধ্যে বারবার অপমানিত হয়েছেন। যে বিষয়গুলি নিয়ে দলনেত্রীকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। সে কারণেই তিনি দলত্যাগের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন।

 

 

Related Articles

Back to top button
Close