fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আসানসোল পুরনিগমের কর্মীদের লালারসের নমুনা  সংগ্রহ

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আসানসোল পুরনিগমের কর্মীদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিল পুর আধিকারিকরা। সেইজন্য পুরকর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করার জন্য একটি শিবিরের আয়োজন করা হল বুধবার। বুধবারের সেই শিবিরে শতাধিক পুরকর্মীদের করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়। পুরনিগমের নতুন ভবনে এই শিবিরের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা এসে সেই লালারসের নমুনা সংগ্রহ করেন। আগামী ২৮ আগস্ট আবার এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে পুরনিগম সূত্রে জানা গেছে।

[আরও পড়ুন- কাঁকসার জঙ্গলমহলে প্রথম পালনে টিকল না করকনাথ মুরগী]

এই প্রসঙ্গে পুর কমিশনার খুরশিদ আলি কাদরি এদিন বলেন, পুরনিগমের প্রতি বরো অফিসেও করোনা পরীক্ষার জন্য এই ধরনের শিবির আয়োজন করা হবে। প্রসঙ্গত, আসানসোল পুরনিগমের জামুড়িয়া বরো অফিসের এক কর্মী ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন৷ সেই কারনে ওই বরো অফিসের সব কর্মীর লালারসের নমুনা পরীক্ষা করাও হয়েছে। নিয়মিত পুর অফিসগুলি স্যানিটাইজেশন করা হয়।

 

Related Articles

Back to top button
Close