অপহরণের চেষ্টা ব্যর্থ হওয়ায় প্রকাশ্য দিবালোকে তরুণীকে গুলি করে খুন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অপহরনের চেষ্টা ব্যর্থ হওয়ায় দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় গুলি করা হল এক তরুণীকে। ফরিদাবাদের বল্লভগড় থানার মিল্ক প্লান্ট রোডে এই ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে পুরো ঘটনা। বি কম তৃতীয় বর্ষের ওই ছাত্রী নিকিতা তোমর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, ওই এলাকায় এক কলেজ ছাত্রীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে দুই যুবক। সেই কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর এক বান্ধবীও ছিল। দেখা যাচ্ছে যে, হঠাৎ করেই একটি সাদা গাড়ি এসে নিকিতা নামে ওই তরুণীর সামনে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে দুই যুবক নেমে এসে তাঁকে অপহরণের চেষ্টা করে। কিন্তু কোনওভাবেই তারা নিকিতাকে গাড়িতে তুলতে না পেরে গুলি করে দুই যুবক। নিকিতার বান্ধবী গিয়ে দেখে যে, সে মাটিতে পড়ে রয়েছে।
[আরও পড়ুন- করোনা কেড়ে নিল এক কৃতী চিকিৎসকের প্রাণ, মেদিনীপুর শহরে শোকের ছায়া]
জানা গিয়েছে যে, দুই বছর আগে নিকিতাকে আরও একবার অপহরনের চেষ্টা করেছিল একই যুবক। নিকিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হইয়। কিন্তু শেষমেশ অভিযোগ প্রত্যাহার করেন নিকিতার বাবা। সেইসময় এই ঘটনায় পুলিশগ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। নিকিতার বাবা জানিয়েছে যে, সেইসময় অভিযোগ প্রত্যাহার না করলে মেয়েকে প্রাণে বাঁচানো সম্ভব হতনা।
অভিযুক্তের নাম তৌসিফ। সে স্কুল জীবন থেকে নিকিতাকে বিরক্ত করে। পুলিশের প্রাথমিক অনুমান তৌসিফ নিকিতার সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিল, সেটা না পেরেই নিকিতাকে প্রাণে মেরে ফেলল সে।