fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

‘শান্ত বসিরহাটকে অশান্ত করতে এখানে আসছেন’… দিলীপ ঘোষের সভা ঘিরে কটাক্ষ ব্লক সভাপতি হামাল উদ্দিন আহমেদের

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: দিলীপ ঘোষকে নিয়ে কটাক্ষ সিপিএম ব্লক সভাপতির। উত্তর ২৪ পরগনায় আজ শুক্রবার দুপুরে স্বরূপনগর বসিরহাটে দিলীপ ঘোষের প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভা নিয়ে কটাক্ষ করলেন সিপিএমের স্বরূপনগর ব্লক সভাপতি হামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কিছুদিন আগে বাদুড়িয়ায় একটি বিতর্কিত পোস্ট দিয়ে বাদুড়িয়া বসিরহাট শহর বেশ কিছু জায়গায় অশান্ত হয়েছিল। তার জন্য তাদের দল জড়িত। আবার স্বরূপনগর বসিরহাটের শান্ত শহরকে অশান্ত করতে, জাতপাতের রাজনীতি করতে তিনি বসিরহাটের আসছেন’। পাশাপাশি তিনি, ‘ আমরা আশঙ্কা প্রকাশ করছি এর পরে হয়তো বড় কিছু ঘটনা ঘটতে পারে। তার জন্য দায়ী থাকবেন উনি। মানুষের ভাত দিতে পারেন না, শুধু জাতপাত নিয়ে টানাটানি করেন’।

আরও পড়ুন: বিশ্বের দরবারে যা নিন্দনীয়, পাকিস্তানের কাছে সেটাই প্রশংসনীয়! মুম্বই হামলার ১০ জঙ্গিকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন পাকিস্তানে

হামাল উদ্দিন আহমেদ বলেন, ‘এই স্বরূপনগরে অনেক বড় বড় মাঠ আছে সেই মাঠে সভা কেন করছেন না। এই সভায় কোনও লোক আসবে না। উনি মুখে বড় বড় কথা বলেন ২৫ হাজারে গল্প করছেন, দুই হাজার লোক জোগাড় করতে পারবে না উনি এখানে আসছেন। আমরা ভীষণ চিন্তিত এখানে কোনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না তো? কেননা উনি নিজে যে ভাষাগুলো ব্যবহার করেন সেগুলির রাজনীতি ব্যক্তিদের মুখে মানায় না’।

Related Articles

Back to top button
Close