fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

চন্দননগর পুস্তাকাগারে দেবদত্তা রায়ের স্মরণসভা

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার চন্দননগর পুস্তাকাগার ভবনে পুস্তাকাগার পরিচালন সমিতির অন্যতমা এবংচন্দননগর মহকুমার ডি.এম.ডি.সি. দেবদত্তা রায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চনন্দননগর মহকুমার শাসক মৌমিতা সাহা, জেলাগ্রন্থাগার আধিকারিক ড. ইন্দ্রজিৎ পান, গ্রন্থাগারিক ড. সোমনাথ বন্দ্যোপাধ্যায়, পরিচালন সমিতির সদস্য শুভজিৎ সাউ, বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ| সভায় শোক প্রস্তাব পাঠ এবং নীরবতা পালন করা হয়।

সভায় মহকুমা শাসক মৌমিতা সাহা বলেন, দেবদত্তা রায় একজন দক্ষও একনিষ্ঠ আধিকারিক ছিলেন| অন্যদিকে ছিলেন একজন গ্রন্থপ্রেমী| সময় পেলেই বই পড়তেন| অবসরে সাহিত্য আলোচনা করতেন| তিনি দেবদত্তা রায়ের স্মৃতিতে ভ্রাম্যমান গ্রন্থাগার পরিষেবা চালু করার কথা ঘোষণা করেন।

আরও পড়ুন:৪১টি মুসলিম অধ্যুষিত বিধানসভাকে টার্গেট! সংখ্যালঘু ভোট পেতে সদস্য বাড়ানোয় জোর বিজেপির

ড. ইন্দ্রজিৎ পান বলেন, যে চন্দননগর পুস্তাকাগারের উন্নয়নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন দেবদত্তা রায়| শুধু তাই নয়, জেলার বিভিন্ন গ্রন্থাগারের উন্নয়নমূলক কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন| তিনি প্রতি বছর ‘দেবদত্তা রায় স্মারক বক্তৃতা’ শুরু করার প্রস্তাব রাখেন|

পরিচালন সমিতির সদস্য শুভজিৎ সাউ বলেন, পুস্তাকাগারের নতুন ভবন নির্মিত হলে নির্দিষ্ট একটি কক্ষ দেবদত্তা রায়ের নামে রাখা হবে| স্মরণ সভায় দেবদত্তা শীর্ষক একটি কবিতা পাঠ করেন পুস্তাকাগারের সদস্যা নুপুর চক্রবর্তী। সংগীত পরিবেশন করেন শাশ্বতী চ্যাটার্জি। স্মরণসভায় উপস্থিত সকলেই প্রয়াত দেবদত্তা রায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন|

Related Articles

Back to top button
Close