অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও কবি সত্য গুহ’র প্রয়াণে স্মরণসভা

রুদ্র নারায়ণ রায়, অশোকনগর: উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় শিশু উৎসব কমিটির প্রধান উপদেষ্টা, কবি ও সাহিত্যিক সত্য গুহ ও আন্তর্জাতিক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াণে এক বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয় কচুয়া মোড়ে। শুক্রবার শিশু উৎসব কমিটি আয়োজিত স্মরণসভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিরা খ্যাতনামা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সারাবাংলা ব্যাপী লিটল ম্যাগাজিনের পরিচিত মুখ কবি ও সাহিত্যিক সত্য গুহ কে নিয়ে স্মৃতিচারণা করেন। তাঁদের জীবন ধারা, ভাবনা, কর্মকাণ্ড বক্তৃতার মধ্য দিয়ে তুলে ধরেন বিদ্যাসাগর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ ঘোষ, সমাজকর্মী মনীষী মোহন নন্দী। সৌমিত্র বাবু এবং কবি সত্য গুহ দুজনেই চিরকাল বামপন্থায় বিশ্বাসী ছিলেন।
আরও পড়ুন: আল কায়দার কুখ্যাত জঙ্গি আয়মান আল জওয়াহিরির মৃত্যু! দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত নাটক ও সিনেমা আন্তর্জাতিক স্তরে বহু প্রশংসিত হয় এবং তিনি বহু পুরস্কার অর্জন করেন। তার অভিনয় জগতের বিভিন্ন দিক বক্তৃতায় তুলে ধরা হয়। বিভিন্ন কারণে সৌমিত্রবাবু বারংবার এসেছেন অশোকনগরে। সেই সময়কার নানান স্মৃতিচারণা এদিনের সভায় উঠে আসে। অপরদিকে, শিশু উৎসবের মত অনুষ্ঠানে কবি সত্য গুহ – র অবদানের কথাও বক্তৃতার মধ্য দিয়ে তুলে ধরা হয়। সরকারি সমস্ত স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠানটি পরিচালনা করে শিশু উৎসব কমিটি। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।