পথশ্রী অভিযান প্রকল্পে একটি রাস্তার কাজের সূচনা

সুমিত কার্জী, আলিপুরদুয়ার: পথশ্রী অভিযান প্রকল্পের একটি রাস্তার কাজের সূচনা করা হল ১ নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ফলে যাতায়াতের সমস্যা মিটবে ব্লকের বহু মানুষের। রাজ্য সরকারের উদ্যোগের পর থেকেই এই প্রকল্পর কাজ নিয়ে তৎপর জেলা প্রশাসনিক কর্তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে, উপস্থিত ছিলেন ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ ব্যানার্জি ওযুব শক্তি আলিপুরদুয়ার জেলা কো-অর্ডিনেটার কালিদাস সরকার।
জানা গিয়েছে, এদিন ব্লকের ৮ মাইল মোড় থেকে কমসিং শেষ পর্যন্ত, রাস্তার কাজের সূচনা করা হয়। উল্লেখ্য, পথশ্রী প্রকল্পের আওতায় ব্লকে প্রায় অনেকটি রাস্তা তৈরি হবে। শীঘ্রই আরও অনেক রাস্তা উদ্বোধন করা হবে বলে জানা যায়।
আরও পড়ুন:কলকাতা পুলিশের ল’ ইনস্টিটিউটে প্রিন্সিপাল নিয়োগ নিয়ে জবাব তলব আদালতের
জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, বর্তমানে সারা বাংলা জুড়ে উন্নয়ন চলছে। পথশ্রী অভিযানের মধ্য দিয়ে আমাদের জেলায় অনেক রাস্তা নতুন ভাবে তৈরি হচ্ছে। এর আগেও অনেক হয়েছে।