ধাবায় মদ্যপান করা নিয়ে বচসা, যুবকের রহস্য মৃত্যু

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: ধাবায় বসে মদ্যপান করার সময় বচসা। তারপরেই এক যুবকের রহস্য মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৬ নং জাতীয় সড়কের ধারে উলুবেড়িয়ার বানীতলার একটি পেট্রল পাম্প সংলগ্ন ধাবায়। মৃত যুবকের নাম বিশু মাঝি (৩২)। তার বাড়ি উলুবেড়িয়া পৌরসভার চেঙ্গাইলের রায়পাড়ায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। ধাবাটি বন্ধ করে কর্মচারীরা এলাকা থেকে গা ঢাকা দিয়েছে।
জানা গেছে রবিবার রাতে চেঙ্গাইল থেকে ৫ যুবক ধাবায় মদ্যপান করতে আসে। সূত্রের খবর, দীর্ঘক্ষণ তারা মদ্যপান করার পর তারা অসংলগ্ন হয়ে পড়ায় ধাবার কর্মচারীরা যুবকদের আর মদ দিতে না চাওয়কে কেন্দ্র করে যুবকদের সাথে বচসা বাধে ধাবার কর্মচারীদের। অভিযোগ, বচসা চলাকালীন ধাবার কর্মচারীরা ফোনে এলাকার যুবকদের ডাকলে তারা ঘটনাস্থলে পৌঁছে মদ্যপান করতে আসা যুবকদের ব্যাপক মারধর করে।
অভিযোগ, সেই সময় বিশু মাঝি স্কুটি চালিয়ে পালাতে গেলে জাতীয় সড়কের ধারে দাড়িয়ে থাকা একটি লরির সঙ্গে তার ধাক্কা লেগে সে ছিটকে রাস্তায় পড়ে। পরে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ প্রশাসন সূত্রে খবর, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।