fbpx
দেশফুটবলহেডলাইন

জটিলতা কেটে গেল, ভারতীয় ফুটবল থেকে সাসপেনশনের নির্দেশ তুলে নিল ফিফা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবল থেকে সাসপেনশনের নির্দেশ তুলে নিল ফিফা। গত ১৬ আগস্ট ফিফা সাসপেনশনের নির্দেশ দেয়। ভারতীয় ফুটবলের ওপর থেকে সাসপেনশন তুলে নিল ফিফা (FIFA)। শুক্রবার রাতে চিঠি দিয়ে এই কথা জানিয়ে দেয় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। শুক্রবার, গত ২৬ আগস্ট সোশ্যাল মিডিয়ায় নির্বাসনের নির্দেশ তুলে নেওয়ার কথা জানায় ফিফা।

দুদিন আগেই জানা গিয়েছিল সঠিক পথে ভারতীয় ফুটবলকে সরকার ফিরিয়ে আনার ইঙ্গিত দেওয়ার পরেই নরম হয়েছিল ফিফা। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ভেঙে দেয় সুপ্রিম কোর্ট।

বিভিন্ন রাজ্য সংস্থা এবং তাদের প্রতিনিধিরাই  সঠিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাবেন জানা গিয়েছিল। কেন্দ্রীয় সরকারকে আদালতের তরফ থেকে সেরকম নির্দেশ দেওয়া হয়েছিল। সলিসিটার জেনারেল তুষার মেহতা নিজেও আশাবাদী ছিলেন ফিফার সাসপেনশন বেশিদিন থাকবে না। ইতিমধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। নির্বাচন দ্বিতীয় সেপ্টেম্বর। প্রেসিডেন্ট পদের জন্য কল্যান চৌবের সঙ্গে লড়াই বাইচু ভুটিয়ার।

দেশের ফুটবলের সম্মান বাঁচাতে দ্রুত নির্বাচন প্রয়োজন। তাই আগামী ২ সেপ্টেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের আয়োজন করা হবে। মঙ্গলবার এমন বলে ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট  নিযুক্ত রিটার্নিং অফিসাররা। সেইজন্য আগামী ২৫ অগস্ট থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ৩০ অগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে বলেই ঘোষণা করা হয়েছে।

ফিফা জানিয়ে দিয়েছে পূর্ব নির্ধারিত মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ভারতের মাটিতেই হবে। পাশাপাশি এটিকে মোহনবাগান এবং কেরলের এএফসি কাপের ম্যাচ খেলা নিয়ে আর জটিলতা থাকল না।

Related Articles

Back to top button
Close