পশ্চিমবঙ্গহেডলাইন
কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা দাবিপত্র দিলেন বিডিওকে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গুলিতে কম্পিউটার শিক্ষাদানে কর্মরত শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন দাবিতে মঙ্গলবার কুমারগ্রামের বিডিওকে দাবিপত্র দিলেন। শিক্ষক শিক্ষাদের পক্ষে স্বরূপ পাল জানান তারা দীর্ঘদিন ধরে এজেন্সি প্রথার মাধ্যমে বিদ্যালয় গুলিতে কাজ করছেন।
আরও পড়ুন: ‘কৃষকদের মেরুদণ্ড ভাঙার ব্যবস্থা করা হয়েছে কৃষি বিলে’, কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধীর
তাদের দাবিগুলি হল, এজেন্সি প্রথা বাতিল করে তাদের চাকুরিতে সরকারি করন, চাকুরি সুনিশ্চিত করন, বেতন বৃদ্ধি ও বকেয়া বেতন পরিশোধ করা। দাবিপত্র গ্রহন করে বিডিও মিহির কর্মকার জানান তিনি দাবিপত্রটি উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।