জমি বিবাদকে কেন্দ্র করে সংঘাত চরমে, আহত ২

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটল উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভয়দা গ্রামে। জানা গিয়েছে, ফকির আলী মোল্লার সঙ্গে প্রতিবেশী সাজ্জাদ মোল্লা সঙ্গে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল। আর সেই বিবাদ শনিবার সন্ধ্যায় চরম পর্যায়ে পৌঁছায় এবং গভীর রাতে জমিতে গিয়ে আট কাটা জমির ফুলকপি নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে সাজ্জাদ মোল্লার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই জমি নিয়ে ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে মামলা চলছে।
পাশাপাশি বসিরহাট মহকুমা আদালত থেকে একটা স্টে অর্ডার জারি হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আর সেই আদালতের নির্দেশ অমান্য করে সাজ্জাদ মোল্লা রীতিমতো চড়াও হয় ফকির আলী মোল্লা ও তার স্ত্রীর উপর। এমনকি তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং গলায় ফাঁস দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এরপর প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। চিকিৎসা করানোর পর ওই দম্পতি হাড়োয়া থানা দ্বারস্থ হয়েছেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাজ্জাদ মোল্লা সহ চারজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, শুধুই জমি সংক্রান্ত ব্যাপার, নাকি অন্য কোনও কারণে এই বচসা সেটাও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।