fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

রাজ্যসভায় মনোনয়ন পেলেন দেশের অন্যতম ক্রীড়াবিদ পিটি ঊষা, অভিনন্দন মোদীর

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রাজ্যসভায় মনোনয়ন পেলেন দেশের গর্ব, অন্যতম ক্রীড়াবিদ পিটি ঊষা। ট্যুইটারে পিটি ঊষার সঙ্গে ছবি শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও মনোনয়ন তালিকায় রয়েছেন সর্বকালের অন্যতম সেরা সঙ্গীতকার ইলাইয়ারাজা, চলচ্চিত্রকার ভি বিজয়েন্দ্রপ্রসাদ সহ বেশ কয়েকজন তারকা ব্যক্তিত্ব।

সঙ্গীতকার ইলাইয়া রাজার বিষয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “সৃষ্টির অলৌকিক ক্ষমতা দিয়ে প্রজন্মের প্রজন্মকে মোহিত করে রেখেছেন ইলাইয়ারাজা। তাঁর সৃষ্টি বিভিন্ন প্রকার মনের ভাবকে প্রকাশ করে। তেমনই তাঁর জীবনের যাত্রাও সমান ভাবে সাহস যোগায়। তিনি একটি সাধারণ পারিবারিক প্রেক্ষাপট থেকে উঠে এসেছেন। তারপর স্পর্শ গগণচুম্বি সাফল্য। আমি আনন্দিত তিনি রাজ্যসভায় মনোনিত হয়েছেন।”

পিটি ঊষাকে নিয়ে মোদী লিখেছেন, “প্রতিটি ভারতীয়ের জন্য পিটি ঊষা এক প্রকার আদর্শ। ক্রীড়াবিদ হিসাবে তাঁর আকাশছোঁয়া সাফল্যের কথা সকলেই জানেন। কিন্তু পাশাপাশি, ক্রীড়া প্রশিক্ষক হিসাবে যে ভাবে তিনি দেশকে পরবর্তী প্রজন্মের অ্যাথলিট তৈরি করে দিয়েছেন, কয়েক বছর ধরে তার এই কাজ কুর্নিশের দাবি রাখে। রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানাই।” এছাড়াও রাজ্যসভার মনোনয়ন পেয়েছেন ধর্মশালা মন্দিরের প্রশাসক বীরেন্দ্র হেগড়েও। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Related Articles

Back to top button
Close