পানীয় জল ও বিদ্যুতের দাবিতে খালি মাটির কলসি ও প্লাকার্ড নিয়ে পথ অবরোধ কংগ্রেসের
শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: কংগ্রেসের অভিনব পথ অবরোধ। বসিরহাট মহাকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েত এর পিফা এলাকার ঘটনা। আজ সকাল থেকে বসিরহাট মালঞ্চ রোডের উপরে পানীয় জল ও বিদ্যুতের দাবিতে কংগ্রেসের কয়েকশো গ্রামবাসী রাস্তা অবরোধ করেছে। আমফানের সাত দিন কেটে গেলেও ওই এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই, পানীয় জলের সমস্যা এই দাবিতে কংগ্রেস নেতা কাদের সরদার এর নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা রাস্তার ওপর মাটির হাঁড়ি, কলসি নিয়ে অবরোধ শুরু করেছে। তাদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে ও পানীয় জলের সমস্যা মেটাতে হবে। এই দাবিতে সকাল থেকে অবরোধ শুরু করেছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিক্ষোভকারীরা কোনমতেই রাস্তা থেকে সরতে রাজি নয়, তাদের বক্তব্য পুলিশ এসেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে সকলের সামনে বলে যাক, আমাদের দাবি মেনে নিচ্ছে। তাহলে আমরা অবরোধ তুলে নেব।