পশ্চিমবঙ্গহেডলাইন
আসানসোলের বার্ণপুরে কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরোধিতায় কংগ্রেসের অনশন ও সত্যাগ্রহ

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: আসানসোলের ইস্পাত নগরী বার্ণপুর স্কপ গেটের কাছে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের ডাকে শনিবার অনশন ও সত্যাগ্রহ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা কংগ্রেসের পক্ষ থেকে অনশন ও অবস্থান সত্যাগ্রহ আন্দোলন হয়।
প্রথমে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে কর্মসূচির সুচনা হয়। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, কার্যকরী সভাপতি হরজিৎ সিং সহ অন্যান্য জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন এই অনশনে। কৃষি আইনের বিরোধিতায় সাধারন মানুষের সই সংগ্রহ অভিযান হয়, যা সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে আগামীদিনে দেশের রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে বলে জেলা কংগ্রেসের সভাপতি জানিয়েছেন।