fbpx
কলকাতাহেডলাইন

শহরে কন্টেইনমেন্ট-এর সংখ্যা কমে দাঁড়াল ৮

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে কমল কন্তাইনমেনট এলাকার সংখ্যা। সোমবার ১১ থেকে এক লাফে কমে দাঁড়াল মাত্র ৮৷ এর আগে পুরসভার নিরিখে ১৭ থেকে কমে হয়েছিল ১১৷ এক সময় এই সংখ্যাটা ৩৯ এ পৌঁছে গিয়েছিল৷ যা রীতিমত কলকাতা পুরসভার কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল।
কন্টেইনমেন্ট জোনের নতুন তালিকায় কলকাতা পুরসভার তিন নম্বর বোরোতে ২ টি কন্টেইনমেন্ট জোন৷

অর্থাৎ ৩ টি কন্টেইনমেন্ট জোন থেকে কমে ২ টি তে এসেছে৷ সংক্রমিত এলাকা ২ টি হল তিন নম্বর বোরোর ৩১ নম্বর ওয়ার্ডের ৭১/৩ ক্যানাল সার্কুলার রোড৷ এছাড়া ৩৪ নম্বর ওয়ার্ডের ইন্টার বারোয়ারি তলা রোড৷ এর মধ্যে একটি কমপ্লেক্স অপরটি মিক্সড এলাকা৷ কলকাতা পুরসভার চার নম্বর বোরোর ২৭ নম্বর ওয়ার্ডের যুগল কিশোর দাস লেন (আমহার্স্ট স্ট্রিট এলাকা)৷ এখানকার মাল্টিপল প্রেমিসেস এলাকা সংক্রমিত৷ এছাড়া ৯ নম্বর বোরোর ৭৭,৮২ নম্বর ওয়ার্ড ৷ ৭৭ নম্বর ওয়ার্ডের মনসাতলা লেন( খিদিরপুর এলাকা)৷

১,সবজি বাগান লেন৷ এবং চেতলা রোড (১৩বি এবং সি)৷ এর মধ্যে চেতলায় একটি বস্তি এলাকা এবং খিদিরপুরের মিক্সড এলাকা৷ কলকাতা পুরসভার ১৬ নম্বর বোরোর ১২৪ নম্বর ওয়ার্ডের ১৭/৬এ থেকে ৮২/১১ সিস্টার নিবেদিতা রোড৷ এবং বড়বাগান সি৫+ডি৫ বিদ্যাসাগর সরণি ও ২৩/২ সুকান্ত সরণি (বড়িশা এলাকা)৷ মাল্টিপল প্রেমিসেস এলাকা৷ এর আগে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমে হয়েছিল ১১৷

যার মধ্যে ছিল একটি বস্তি৷ কমপ্লেক্স তিনটি। এছাড়া মাল্টিপল প্রেমিসেস তিনটি৷ এবং মিক্সড এরিয়া ছিল চারটি।

Related Articles

Back to top button
Close