জেলার শিক্ষকদের তৃণমূলের একনিষ্ট কর্মী হয়ে কাজ করার বিতর্কিত নিদান প্রলয় নায়কের
প্রদীপ্ত দত্ত , সিউড়ি :জেলার শিক্ষক সংগঠনকে দলীয় কাজে ব্যাবহারে র আবার অভিযোগ উঠল জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির প্রলয় নায়কের বিরুদ্ধে।
দুবরাজপুরের এক জনসভায় তিনি মন্তব্য করেন , ” ২১ সালের ভোট বৈতরণী পার করতে শিক্ষককুল একনিষ্ট কর্মী হয়ে কাজ করবে ।”
প্রথামিক শিক্ষা সংসদের সভাপতি পদে থেকে এমন মন্তব্য করা যায় কিনা তা নিয়ে জেলার শিক্ষক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে । বিরোধী শিক্ষক সংগঠনের বক্তব্য বারবার এই ধরনের মন্তব্য প্রমাণ করছে , প্রলয়বাবু শিক্ষক সংগঠনকে দলীয় কাজে ব্যাবহার করতে চাইছেন।এর আগেও গোপন ক্যামেরায় তোলা লিক হয়ে যাওয়া ভিডিতে বলতে শোনা গিয়েছিল , জেলার যেসব শিক্ষক সরকার বিরোধী তাদের চিহ্নিত করার । সেইসঙ্গে ‘ আঙুল বাঁকানোর ” দাওয়াই দেওয়ার কথা বলেছিলেন। যদিও সেই ভিডিওর সত্যতা প্রমাণিত হয়নি।
এবার নতুন বিতর্কিত মন্তব্য , ” পরের বছর ভোট বৈতরণী পার করতে শিক্ষক সংগঠকে অগ্ৰণী ভূমিকা নেবে।আমি জানি আমার শিক্ষককুল , গুরুকুল তৃণমূল কংগ্ৰেসের হয়ে একনিষ্ট কর্মী হিসাবে কাজ করবেন।” নতুন এই বিতর্কিত মন্তব্য সম্বন্ধে প্রলয়বাবু অবশ্য জানিয়েছেন , তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। তাঁর ব্যাখ্যা , সংগঠনের মাথা হিসাবে সংগঠনের শিক্ষকদের উদ্যেশ্যে ওই কথা বলেছি। শিক্ষকরা সামনের সারিতে এলে সমাজের অনেক ভালো মানুষ রাজনীতিতে আসবে ।
জেলার বিজেপির শিক্ষা সেলের কনভেনর মোহন সিং জানান , ” প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির মন্তব্য একদম সঠিক নয় । বারবার ধমকালে চমকালে শিক্ষকরা তৃণমূলের হয়ে কাজ করবে এটা উনি ভুল ভাবছেন । গত লোকসভা ভোটে রাজ্যের শিক্ষকরা পোস্টাল ব্যালটের মাধ্যমে পরিস্কার করে দিয়েছেন তাঁরা কোনদিকে আছেন ।”
সেইসঙ্গে তিনি জানান শিক্ষকদের সেইসঙ্গে তিনি জানান শিক্ষকদের নৈতিক চরিত্র সম্বন্ধে প্রলয় বাবুর কোন জ্ঞান নেই । এই শিক্ষকরা সমাজের সবচেয়ে শিক্ষিত অংশ । তাঁরা নতুন প্রজন্মকে গড়ে তুলছেন। তাঁরা তাঁদের দায়িত্ব সম্বন্ধে সচেতন।