fbpx
কলকাতাহেডলাইন

রাজ্যের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রাখুন, টুইটে খোঁচা রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত পোহাতেই বদলে গেল অবস্থান। আমফানের ক্ষয়ক্ষতি দেখতে আসছে কেন্দ্রীয় দল। আর এই সফর নিয়ে মুখ্যমন্ত্রীকে ফের টুইট করে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধানকর। টুইটের তিনি লিখেছেন, রাজ্যের স্বার্থে কেন্দ্রীয় দলের সফরটিকে সম্পূর্ণভাবে সদ্ব্যবহার করতে হবে।  প্রসঙ্গত সম্প্রতি করোনা পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় দলের আসা নিয়ে অসন্তুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। পদে পদে বাধা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় দলকে।

এবার আমফানের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিবের নেতৃত্বাধীন ৭ জনের প্রতিনিধি দল। দুদিনের সফরে এই দলে থাকবেন জলশক্তি, বিদ্যুৎ, সড়ক ও মৎস্য মন্ত্রকের আধিকারিকরা। এই সফরের আগে রাজ্যপালের টুইট যথেষ্ট ইঙ্গিত পূর্ণ বলে মনে করছে তথ্যাভিঞ্জ মহল।

আরও পড়ুন: অনলাইন অর্ডারে বাড়িতে বসেই মিলবে মদ! শুধু গ্লাসে ঢেলে চুমুকের অপেক্ষায় সুরাপ্রেমীরা

কি লিখেছেন রাজ্যপাল! টুইটে তিনি লিখেছেন, ‘আম্ফান সংক্রান্ত আন্ত্র- মন্ত্রক কেন্দ্রীয় দলের সফরটিকে সম্পূর্ণভাবে সদ্ব্যবহার করা প্রয়োজন। রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধন করেই কাজ করতে হবে।
দ্বিতীয় টুইটের তিনি লিখেছেন, ‘ রাজ্যের বর্তমানের কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে মুখ্যমন্ত্রীর বিবেচনার উপর ছেড়ে দিলাম। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রাঞ্জজনোচিত প্রতিক্রিয়া আশা করবো।’

Related Articles

Back to top button
Close