শিবু সোরেনের পরে করোনায় আক্রান্ত ঝাড়খন্ডের কৃষিমন্ত্রী বাদল পাত্রলেখ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন ঝাড়খন্ডের কৃষিমন্ত্রী বাদল পাত্রলেখ। রবিবার তাঁর টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। শনিবার রাতে রিপোর্ট হাতে পেয়েই মন্ত্রী টুইট করে তাঁর আক্রান্তের কথা জানান। পাশাপাশি বাদল পাত্রলেখ অনুরোধ করে জানিয়েছেন, এই ক’দিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তারা যেন সকলেই টেস্ট করিয়ে নেবেন। এবং সকলকেই বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
গত ২২ আগস্ট ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। তাঁর আক্রান্ত হওয়ার খবর টুইট করে প্রকাশ্যে আনেন শিবু সোরেনের ছেলে তথা ঝাড়খন্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
Jharkhand Agriculture Minister Badal Patralekh says, he has tested positive for #COVID19 pic.twitter.com/edh95W48jA
— ANI (@ANI) August 23, 2020
আরও পড়ুন: ভারতে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজারের গণ্ডি পার করল.. ২২ আগস্ট শুরু তৃতীয় পর্যায়ের ভ্যাকসিনের ট্রায়াল
গত জুলাই মাসে মন্ত্রিসভার একজন সদস্যের কোভিড-১৯ পজিটিভ আসার পরেই হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেনের করোনা টেস্ট করা হয়। দুজনের রিপোর্ট নেগেটিভ আসে।
প্রসঙ্গত, ঝাড়খন্ডে আক্রান্তের সংখ্যা ২৯, ১০৩। শনিবার আরও নতুন করে ৯০৭ জন আক্রান্ত হয়েছে। আরও ১৩ জনের প্রাণহানি হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০। অ্যাক্টিভ কেস ৯,৬০৭। সুস্থ হয়েছে ১৯,১৮৬।