
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মারণ করোনা ভাইরাস রুখতে তৎপর সরকার। চলছে করোনা মোকাবিলার কাজ। জানা গিয়েছে, অসম রাজ্যে করোনা সংক্রমণের ফলে দু’জন ব্যক্তির মৃত্যু হয়েছে।
১১ নভেম্বর মৃত্যু হওয়া দুজনসহ এ পর্যন্ত রাজ্যে প্রাণ হারানো লোকের সংখ্যা দাঁড়াল ৯৫৪ জনের। বুধবার মারা যাওয়া দু’জনের একজন উজান অসম এবং অপরজন নিম্ন অসমের। ডিব্রুগড় জেলার জ্যোৎস্না গগৈ (৮০) এবং কামরূপ মহানগর জেলার পরেশ চন্দ্র দাস (৭৩)। স্বাস্থ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ কথা প্রকাশ করে মারা যাওয়া দুজনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: টাইফুন ‘ভ্যামকো’র তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন, মৃত এক, নিখোঁজ বহু
অন্যদিকে, বুধবার অসমে নতুন করে ২৪৫ জন ব্যক্তির শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। রাজ্যে এদিন ২৭৩২৩ টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা অনেক বেশি। অসমে গতকাল ৮৩৭ জন ব্যক্তি চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন সম্পূর্ণভাবে । যার ফলে রাজ্যে সুস্থতার হার বৃদ্ধি পেল ৯৬.৯৮ শতাংশে। অসমে এ যাবৎ মোট ২০৯৬৩৩ জন ব্যক্তি করোনা ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে করোনা সারিয়ে সুস্থ হয়েছেন ২০৩৩০৫ জন। বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা ৫৩৭১ জন।
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এদিন ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৮১ জন। এই সংখ্যা যোগ করে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৩৬ হাজার ১১ জনে। বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি অতিক্রম করেছে। অন্যদিকে, তৃতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। সেখানে সংখ্যাটা ৫৬ লক্ষ ৯৯ হাজার।
তবে স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী বুধবার মৃত্যুর সংখ্যাটা ছিল ৫১২। এখনও পর্যন্ত মারণ করোনা প্রাণ কেড়েছে ১ লক্ষ ২৭ হাজার ৫৭১ জনের। এর প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই হচ্ছে মহারাষ্ট্রে। এই রাজ্য প্রথম থেকেই করোনা পরিসংখ্যানে শীর্ষস্থানে রয়েছে। ভারতে আক্রান্ত হচ্ছেন, কিন্তু সুস্থতার সংখ্যাও কেবল কম নয়। টিকা ছাড়াই অনেক বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন। ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৮০ লক্ষ ১৩ হাজার ৭৮৩ জন করোনা সারিয়ে সুস্থ হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তবে আশার বিষয় যে, ভারতের মোট করোনা আক্রান্তের সাড়ে ৯২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন।