করোনা আবহে বন্ধ গ্রন্থাগার, সমস্যায় পাঠকরা

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনার আবহে বন্ধ কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি টাউন ক্লাব লাইব্রেরি। এর ফলে সমস্যায় পড়েছেন পাঠকরা। ১৯৬৯ সালে গড়ে ওঠা এই গ্রন্থাগারটিতে রয়েছে সব ধরনের পাঠকদের উপযোগী সাড়ে বারো হাজারেরও বেশী বই। দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন, স্কুল কলেজের পাঠ্য বই, বিভিন্ন সরকারি চাকুরির প্রতিযোগিতামুলক পরীক্ষার জন্য বই, নাটক, উপন্যাস, কবিতার বই সহ পত্র পত্রিকা দিয়ে সাজানো এই গ্রন্থাগারটি বন্ধ থাকায় সমস্ত শ্রেণির পাঠকরা সমস্যায় পড়েছেন। তারা তাকিয়ে আছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে খুলবে তাদের প্রিয় গ্রন্থাগারটি।
স্থানীয় কলেজের অধ্যাপক অসিত কান্তি সরকার জানান, গ্রন্থাগারটি বন্ধ থাকায় বইয়ের সাথে নিবিড় সম্পর্ক ছিন্ন হয়ে আছে। স্কুল শিক্ষক সুভাষ রায় জানান গ্রন্থাগারে বসে বই ও পত্র পত্রিকা পড়ার অনুভুতি বলে বোঝানো অসম্ভব, সেই অনুভুতি থেকে তিনি তো বটেই সর্ব স্তরের পাঠকরা বঞ্চিত হয়ে আছেন। তবে সকলের আশা খুব তাড়াতাড়ি খুলবে তাদের প্রিয় গ্রন্থাগার।