fbpx
দেশহেডলাইন

দেশে বাড়ল দৈনিক সংক্রমণ,করোনাজয়ীর সংখ্যা পেরল ৮৮ লক্ষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: গতকালের তুলনায় ভারতে দৈনিক সংক্রমণ বাড়ল। তবে সুস্থতাও বাড়ায় কমল অ্যাকটিভ রোগীর সংখ্যা। শীত পড়তেই দেশে দৈনিক সুস্থতার হার খানিকটা নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলেছিল। করোনার বিরুদ্ধে যুদ্ধে খানিকটা ধাক্কা খেয়েছিল ভারত। ধীরে ধীরে সেই ধাক্কাও সামলে ওঠার ইঙ্গিত মিলল। পরপর দু’দিন নতুন আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি হল করোনাজয়ীর সংখ্যা। আর সেই সঙ্গে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ীর মোট সংখ্যাও পেরিয়ে গেল ৮৮ লক্ষের গণ্ডি। যা বেশ স্বস্তিতে রাখছে স্বাস্থ্যমন্ত্রককে। তবে, রবিবারও দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৪০ হাজারের বেশি।

এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৮১০ জন করোনা  আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ লক্ষ ৯২ হাজার ৯২০ জন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩৬ হাজার ৬৯৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। যা আগের থেকে কিছুটা হলেও বেশি। এবং দৈনিক আক্রান্তের থেকেও সামান্য বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৮ লক্ষ ২ হাজার ২৬৭ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস খানিকটা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ লক্ষ ৫৩ হাজার।

ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ১৪ হাজার ৫১৫ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ৪৬ হাজার ৯৮৬ জন। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্নাটক। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮২ হাজার ৬০৮ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৫০ জনের। তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৬৩ জন। মৃত্যু হয়েছে ৬৯৮১ জনের। চার নম্বরে রয়েছে তামিলনাড়ু। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৪৬ জন। মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৯৪ জনের। পাঁচ নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৭৪২ জন। মৃত্যু হয়েছে ৮৯৯৮ জনের। ছ’নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ।

আরও পড়ুন: ফের IED বিস্ফোরণে কাঁপল ছত্তিশগড়, আহত ৯ সিআরপিএফ জওয়ান

এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৮৯৯ জন। মৃত্যু হয়েছে ৭৭১৮ জনের। মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও উত্তরপ্রদেশ, এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা ৫৪ লাখের বেশি। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৫৭.৯৭ শতাংশ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ৯৪ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৬৮.৮৬ শতাংশ।

 

Related Articles

Back to top button
Close