fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

করোনায় পাঁচ জনের মধ্যে একজন শিশু অভুক্ত আমেরিকায়!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় পাঁচ জনের মধ্যে একজন শিশু অভুক্ত রয়েছে আমেরিকায়। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। ব্রুকিং ইনস্টিটিউশনের এক সমীক্ষায় বলা হয়েছে মোট জনসংখ্যার ১৭.৪ শতাংশ মা এবং তাঁদের ১২ বছরের কম বয়সী ছেলেমেয়েরা অর্থের অভাবে পর্যাপ্ত পরিমানে খাবার পাচ্ছেন না। পর্যাপ্ত পরিমাণে খাদ্য তো মিলছেই না তার সঙ্গে কোনও কোনও ঘরে শিশুরা একবেলা খেয়েই দিন কাটাচ্ছে।

গবেষণায় দেখা গেছে যে, ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের থেকেও খারাপ পরিস্থিতি এই মুহূর্তে। ইতিমধ্যেই আমেরিকায় করোনা সংক্রমণের জেরে কাজ হারিয়েছেন প্রায় ৩ কোটি মানুষ। ফলে অনাহারে দিন কাটাতে হচ্ছে অনেক মানুষকে।

আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আগেই জানিয়েছে করোনা সংক্রমণের জেরে সারা বিশ্বের অধিকাংশ মানুষই কাজ হারাবেন। যার জেরে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেবে।

Related Articles

Back to top button
Close