fbpx
কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন

করোনার থাবা এবার কলকাতা লেদার কম্পলেক্স থানায়, আক্রান্ত ওসি সহ ৫ জন পুলিশকর্মী

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: ভাঙড়ের কাশীপুর থানার পর এবার করোনার থাবা পার্শ্ববর্তী লেদার কম্পলেক্স থানায়।মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি।বৃহস্পতিবার দুপুরে তাঁর রিপোর্ট পজেটিভ আসে।তিনি ছাড়াও ওই থানার আরও চারজন পুলিশ কর্মী করোনা সংক্রমনের শিকার।সবাই বাইপাশ সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনার জেরে কাশীপুর, জীবনতলা এবং লেদার কমপ্লেক্স থানা চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।
লেদার কমপ্লেক্স থানার আক্রান্ত অফিসারদের মধ্যে একজন ইন্সপেক্টর, একজন এস আই ছাড়াও এক ট্রাফিক সার্জেন্টও রয়েছেন। কয়েকদিন আগে ওই থানার চারজন পুলিশ অফিসারের জ্বর,সর্দি-কাশি হয়।পরে তাদের কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেই সময় তাদের লালারস পরীক্ষা করা হয়েছিল। বুধবার রিপোর্ট আসলে দেখা যায় ওই চার পুলিশ অফিসার করোনা আক্রান্ত।বৃহস্পতিবার থানার বড়বাবুর রিপোর্ট এলে দেখা যায় তাঁর রিপোর্টও পজিটিভ।

Related Articles

Back to top button
Close