fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

ফের রাজ পরিবারে করোনার থাবা, করোনা আক্রান্ত বেলজিয়ামের রাজপুত্র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ফের রাজপরিবারে করোনা থাবা দিল। এবার করোনা আক্রান্ত হলেন বেলজিয়ামের রাজা ফিলিপের ভ্রাতৃস্পুত্র প্রিন্স জোয়াকিম। জানা গেছে, গত ২৬ মে ব্যবসার কাজের জন্য বেলজিয়াম থেকে স্পেনের ব্রাসেলসে যান প্রিন্স জোয়াকিম। সেখান থেকে বান্ধবী ভিক্টোরিয়া ওরটিজের সঙ্গে কোরডোবায় যান তিনি। সেখানে ২৮ মে বান্ধবী ভিক্টোরিয়ার বন্ধুদের আয়োজিত পার্টিতে যোগ দেন। পার্টি সেরে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। গত শনিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

করোনার তাণ্ডবে স্পেনে লকডাউন কিছুটা শিথিল হলেও এখনও সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে পুরোপুরি ছাড় দেওয়া হয়নি। অথচ নিয়ম ভেঙে যেভাবে বেলজিয়ামের রাজপুত্র জোয়াকিম পার্টিতে যোগ দিয়েছেন, তাতে ক্ষুব্ধ কোরডোবার প্রশাসনিক আধিকারিক রাফায়েলে ভ্যালেনজুয়েলা। ইতিমধ্যেই ওই বেলজিয়ামের রাজপুত্রের পার্টিতে যোগদান নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Back to top button
Close