
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক নেতাদের থেকে শুরু করে ফিল্মি দুনিয়াতেও করোনা তার বিস্তার লাভ করেছে। এবার করোনা আক্রান্ত হলেন বলিউডের অভিনেতা ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। বুধবার সকালে টুইট করে নিজেই এই খবর প্রকাশ্যে আনেন এই অভিনেতা। ৬৪ বছরের এই অভিনেতা বর্তমানে আইসোলেশনে রয়েছেন। ভালো আছেন বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে সানি দেওয়াল একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন রাজনীতিবিদ। পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর (লোকসভা কেন্দ্র) থেকে বর্তমান সংসদ সদস্য তিনি।
मैंने कोरोना टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मैं एकांतवास में हूं और मेरी तबीयत ठीक है। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Sunny Deol (@iamsunnydeol) December 2, 2020
আরও পড়ুন: মমতার উন্নয়নে মুগ্ধ আদিবাসী সমাজ: চন্দ্রিমা
অভিনেতা সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সকলকেই করোনা পরীক্ষা করানো কথা বলেছেন তিনি। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব অমিতাভ অবস্থি সানির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। কিছুদিন আগে কাঁধে একটি অস্ত্রোপচার হয় তার। এরপর বন্ধুবান্ধব নিয়ে দিন কয়েকের ছুটিতে কুলু এসেছিলেন তিনি। মুম্বই রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে করোনা ধরা পড়ে। বর্তমানে কুলুতেই আইসোলেশনে রয়েছেন তিনি।