করোনায় আক্রান্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ। কোরোনা রিপোর্ট পজিটিভ আসার পরই হোম কোয়ারেন্টাইনে চলে যান তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানে রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে।
এর আগেও একাধিক রাজনৈতিক নেতা করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাস, রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ, জাতীয় সংসদের অধ্যক্ষ আসাদ কায়সার, সিন্ধপ্রদেশের গভর্নর ইমরান ইসমাইল, পাকিস্তান পিপলস পার্টির নেতা সায়েদ ঘানি। সেই তালিকায় সংযোজিত হল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সুপ্রিমো শেহবাজ শরিফ।
পিএমএলএনের অন্যতম নেতা আতাউল্লা তার দলের সুপ্রিমো শেহবাজ শরিফের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই ইমরান খান সরকারকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, ‘গত ৯ জুন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার সময়েই করোনায় সংক্রমিত হয়েছেন শেহবাজ।’
এদিন পিএমএলএন নেতা আতাউল্লা তারার ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ ক্যান্সারের মতো মারণ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ বছর বয়সী শেহবাজ। বার বার এনএবি’র আধিকারিকদের জানানো হয়েছিল, অন্যদের তুলনায় নেতার শারীরিক প্রতিরোধ ক্ষমতা অনেক কম। তবুও তাঁকে হাজিরা থেকে ছাড় দেয়নি এনএবি।’
প্রসঙ্গত, পাকিস্তানে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা হু হুবকরে বাড়ছে। শুধু সাধারণ মানুষ নন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
তবে করোনা আক্রান্তের নিরিখে এই মুহূর্তে বিশ্বে ১৫ তম স্থানে রয়েছে পাকিস্তান।