এবার করোনা আক্রান্ত নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত হলেন নেপালের মুখ্যমন্ত্রী কেপি ওলি। কেপি ওলির পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন তাঁর উপদেষ্টা ও চিকিৎসক দিব্যা শাহ। কেপি ওলির নিরাপত্তার দায়িত্বে থাকা ৭৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রীর বাসভবনের এত সংখ্যক মানুষের করোনা হয়েছে যে, পুরো বাসভবন খালি করে দিয়ে স্যানিটাইজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সংস্পর্শে আসা বহু মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।
[আরও পড়ুন- দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ছাড়াল ৬৫ লক্ষ]
প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্ত্রী মেলানিয়াও করোনায় আক্রান্ত। নিজেই একথা ট্যুইট করে জানিয়েছিলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, ‘আমি আর মেলানিয়া কোভিডে আক্রান্ত হয়েছি। তারপরই আমরা কোয়ারেন্টাইনে গিয়েছি। চিকিৎসাও শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট টুইট করে জানান তাঁর শীর্ষ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই ডোনাল্ড ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পাশাপাশি নমুনাও পরীক্ষা করান। শুক্রবার জানা যায় তাঁদের দুজনের নমুনা পরীক্ষার ফলাফলই পজেটিভ এসেছে। এরপরেই করোনা আক্রান্ত হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। গোটা বিশ্বে সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫১ লাখ টপকে গিয়েছে।