যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার বাড়বাড়ন্ত রাজ্যের উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। এই নিয়ে মোট ৪,১৯২ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। পাশাপাশি, এই সময় মোট ৬ জন মারা গিয়েছে, এতে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ২১৭। এর সঙ্গে ৭২ জন অন্য কারণে মারা গিয়েছেন, যাঁদের শরীরে করোনা জীবাণু পাওয়া গিয়েছে। পাশাপাশি, এখনও পর্যন্ত ১,৫৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ২,৩২৫ জন রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: আমফান শাপে বর তৃণমূলের, কোটি টাকার গাছ চুরি দিদির ভাইদের! বিস্ফোরক রাহুল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৯,২৩৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। এই নিয়ে সর্বমোট ১ লক্ষ ৬৭ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। স্বাভাবিকভাবেই কলকাতা সবার উপরে রয়েছে। এই জেলায় আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৫৭ জন বেড়ে হয়েছে ১,৮১৩ জন। এর পাশাপাশি, এই সময়ের মধ্যে হাওড়ায় ২৩, উত্তর ২৪ পরগণায় ৩৬, দক্ষিণ ২৪ পরগণায় ১৯ ও বাঁকুড়ায় ১২ জন রোগীর খোঁজ মিলেছে। মূলত পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে চলে আসায় এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ২৩ জেলার মধ্যে ১৭টি জেলাতেই করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। একমাত্রা আলিপুরদুয়ার ও কোচবিহারে এখনও পর্যন্ত কোনও আক্রান্তের খোঁজ মেলেনি। আর বাকি ২১ জেলার মধ্যে একমাত্র কালিম্পং ছাড়া বাকি সব জেলাতেই করোনা রোগীর সর্বশেষ সন্ধান মিলেছে আজ বা গতকাল।