fbpx
দেশহেডলাইন

দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের ৪৫ হাজারের বেশি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মাঝখানে দু’দিন কিছুটা কমানো হয়েছিল পরীক্ষার সংখ্যা। যার ফলে করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ৩০ হাজারের কাছাকাছি। করোনা পরীক্ষার সংখ্যা বাড়তেই ফের আগের মতোই বাড়তে শুরু করল সংক্রমণ। বৃহস্পতিবার সকালে পাওয়া তথ্য বলছে, ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। তবে, আজও নতুন আক্রান্তের থেকে খানিকটা বেশি করোনাজয়ীর সংখ্যা। সেটাই স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। ভয়ঙ্কর অবস্থা দিল্লিতে। দৈনিক সংক্রমণের হার তরতরিয়ে বেড়ে চলেছে। একদিনে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজারের কাছাকাছি। একদিনে মৃত্যুও শতাধিক। দিল্লিতে যেভাবে সংক্রমণের হার বেড়ে চলেছে তার প্রভাব পড়েছে জাতীয় গড়েও।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৫৭৬ জন করোনা  আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৭ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ লক্ষ ৫৮ হাজার ৪৮৪ জন। গত দু’দিনের তুলনায় দেশে মৃতের সংখ্যাটাও অনেকটা বেড়েছে। এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৮৫ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৫৭৪ জন। তবে স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪৯৩ জন। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান সাড়ে ৩ হাজারেরও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৩ লক্ষ ৮৩ হাজার ৬০৩ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জন।

আরও পড়ুন: আমেরিকা ও ফ্রান্সের বিরুদ্ধে কারাবাখ শান্তিচুক্তি পরিবর্তনের অভিযোগ রাশিয়ার

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলছেন, দেশে কোভিড টেস্ট আরও বেড়েছে। করোনা পরীক্ষার নিরিখে বিশ্বের দু’নম্বর জায়গায় আছে ভারত। আইসিএমআরের হিসেবে এ যাবত্‍ ১২ কোটি ৮৫ লাখ কোভিড টেস্ট হয়েছে। যার মধ্যে ৪৯ শতাংশ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং ৪৬ শতাংশ আরটি-পিসিআর টেস্ট। গতকালই দশ লাখের বেশি নমুনা পরীক্ষা হয়েছে দেশে। দেশে এখন দু’হাজারের বেশি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট হচ্ছে। যার মধ্যে সরকারি ল্যাব ১১৫৮টি ও বেসরকারি ৯৫৮টি। হাজারের বেশি ল্যাবরেটরিতে রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট হচ্ছে। ট্রুন্যাট কোভিড টেস্ট হচ্ছে সরকারি ও বেসরকারি মিলিয়ে সাড়ে আটশো ল্যাবরেটরিতে।

Related Articles

Back to top button
Close