fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনা মুক্ত থাকতে পারল না দমন দিউ, ২ জন আক্রান্তের খোঁজ মিললো

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার ত্রাস থেকে নিজেদের বাঁচাতে পারল না কেন্দ্রশাসিত অঞ্চল দমন দিউ। দুজন করোনা আক্রান্তের খোঁজ মিলল এখানে। পরিযায়ী শ্রমিক ও ভিন রাজ্য থেকে এখানে আসা এক শিশু ঘরে ফিরতেই তাদের দেহে মিলল মারণ ভাইরাসের জীবাণু। তাঁরা দু’জনেই সম্প্রতি মহারাষ্ট্রের মুম্বই থেকে ফিরেছিলেন । এঁদের মধ্যে একজনের বয়স ৪১ বছর, অন্যজন ৪ বছরের শিশু। তবে আক্রান্তরা কেউ এক পরিবারের নন। দু’জনেই মারওয়াদ এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:রায়গঞ্জে পর পর কুকুরের মৃত্যু! অসুস্থ সারমেয়দের শরীরের নমুনা সংগ্রহ করা হচ্ছে

মুম্বই থেকে ফেরায় ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। কারিওয়াদ এলাকায় নিজের বাড়িতে হোম-কোয়ারেন্টাইনে ছিল ওই শিশুটিও। দু’জনের রিপোর্ট পজিটিভ আসায় তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে ওই শিশুকন্যার বাবা-মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তাঁরা দু’জনেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। গোটা কারিওয়াদ এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ।

ভারতের যে ক’টি হাতে গোনা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল করোনামুক্ত ছিল তার মধ্যে অন্যতম ছিল দিমন-দিউ। এবার সেখানেও থাবা বসাল করোনা ভাইরাস।

Related Articles

Back to top button
Close