করোনায় মৃত্যু যোদ্ধা পুলিশ কর্মীর

মনোজ চক্রবর্তী, হাওড়া: হাওড়া করোনায় মৃত্যু এক যোদ্ধা পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম গৌতম পট্টনায়ক(৪৭)। তিনি হাওড়া সিটি পুলিশের অধীন চ্যাটার্জিহাট থানার সাব ইন্সপেক্টর ছিলেন।মঙ্গলবার সকালে কলকাতার সি এম আর আই হাসপাতালে গৌতম বাবু মারা যান।
উল্লেখ্য, হাওড়া পুলিশ কমিশনারেটে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কোন পুলিশ কর্মীর মৃত্যু হল। উল্লেখ্য, গত পাঁচদিন আগে শরীরে জ্বর নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে। এরপর তিনি জোর করে হাসপাতাল থেকে চলে আসেন বলে সূত্রের খবর। তবে অসুস্থতা না কাটায় বাড়ির লোকজন তমলুকের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেও থাকতে চাননি গৌতম বাবু। আরও অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার সি এম আর এই তে ভর্তি করা হয় তিনদিন আগে।
কিন্তু এখানে করোনা পজিটিভ ধরা পড়ে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। উল্লেখ্য, চ্যাটার্জিহাট থানার আরও একজন সাব ইনস্পেক্টর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে কমিশনারেট এলাকায় এখন পর্যন্ত একশ সাত জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কয়েকজন সুস্থ ও হয়েছেন বলে খবর। এদিকে এই মৃত্যুর খবরে পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে ।