গুরুত্বপূর্ণদেশহেডলাইন
দেশে করোনায় মৃত্যুর হার কমছে, ৫০ হাজারের বেশি মানুষ করোনাকে জয় করে সুস্থ
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারতে করোনায় মৃত্যুর হার ক্রমশ কমছে। ৫০ হাজারের বেশি মানুষ করোনাকে জয় করে এখন সুস্থ রয়েছেন। বিশ্বের মধ্যে ভারত আপাতত করোনা সংক্রমণের হিসাবে ১১ তম স্থানে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া হিসাব অনুসারে করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ৫১ হাজার ৭৮৪ জন।
মৃত্যুর হার তিন শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ২.৯৭ শতাংশ। ভারতের মতো এত জনসংখ্যার দেশে যে পরিমাণটা সত্যিই আশাজনক।
একটি হিসাব থেকে জানা গিয়েছে যে, দেশে করোনা আক্রান্তদের মধ্যে ৪১ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন।
মহারাষ্ট্রে প্রায় ৪৪ হাজার করোনা আক্রান্ত মানুষের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার মানু্ষ। ২৮.২২ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন মহারাষ্ট্রে। সুস্থ হওয়ার পরিমাণ শতাংশের হিসাবে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি।