
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের করোনার থাবায় প্রাণ গেল কলকাতা পুরসভার এক কার্যনির্বাহী স্বাস্থ্য আধিকারিকের। পুরসভার বোরো ১৫- এর দায়িত্বে ছিলেন তিনি। রবিবার ভোর রাতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু কার্যনির্বাহী স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রকিবুদ্দিন আহমেদের।
পুরসভা সূত্রে খবর, করোনায় আক্রান্ত হয়ে প্রায় দু সপ্তাহ আগে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসার জন্য তাকে ঐ বেসরকারি হাসপাতালে স্থানান্তিরত করা হয়। গতকাল রাত থেকে তার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়।
কলকাতা পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম, এই স্বাস্থ্য আধিকারিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ও তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই নিয়ে কলকাতা পুরসভার দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।