fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনার জেরে সিল করা হল উত্তর দিল্লির সব থেকে বড় হাসপাতাল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এক নার্সের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় সম্পূর্ণ সিল করে দেওয়া হল উত্তর দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল। হিন্দু রাও নামে ওই হাসপাতালের এক নার্সের শরীরে কোভিড-19 পজিটিভ আসে। এরপরেই সিল করে দেওয়া হয় ওই হাসপাতাল।

এটাই উত্তর দিল্লি পুরসভা এলাকার মধ্যে সব থেকে বড় হাসপাতাল। উত্তর দিল্লি পুরসভার কমিশনার বর্ষা জোশি সাংবাদিকদের জানিয়েছেন যে, ‘‌ওই নার্স গত দুসপ্তাহ ধরে হাসপাতালের বিভিন্ন স্থানে কর্তব্যরত ছিলেন। তাই সম্পূর্ণ স্যানিটাইজেশনের পরই ফের খোলা হবে হাসপাতাল। এমনকি ওই নার্সের সংস্পর্শে আসা প্রতিটা রোগীকে খুঁজে বের করে তাঁদেরকেও পৃথক মরা হইবে বলে জানা গেছে।

দিল্লিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৬২৫ জন। এদের মধ্ব মৃত ৫৪ জন। আর সুস্থ হয়েছেন ৮৬৯ জন।

Related Articles

Back to top button
Close