পশ্চিমবঙ্গহেডলাইন
কোচবিহারে করোনা আক্রান্ত আরও ১
জেলা প্রতিনিধি, কোচবিহার: মুম্বই থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হয় এক যুবকের। এবার মৃত যুবকের বাবা করোনা পজিটিভ বলে জানা গেছে।
বাংলাদেশের বাসিন্দা এক যুবক ক্যান্সারের চিকিৎসার জন্য মুম্বাইয়ে যান। সেখান থেকে কোচবিহারে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে ফেরার সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান ওই যুবক। তাঁর দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর থেকে যুবকের সঙ্গে অ্যাম্বুলেন্সের আসা বাবা মা ও কোচবিহারে তাঁদের বেশ কয়েকজন আত্মীয়-স্বজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে ওই যুবকের বাবার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে।