fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনা আতঙ্কের জের! পশুপতিনাথে হাত না দিলেও বেজে উঠছে ঘন্টা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কের জেরে পশুপতিনাথ মন্দিরে হাত না দিলেও বেজে উঠছে ঘন্টা। মধ্য প্রদেশের মন্দসোর মন্দিরে ঘন্টা বাজছে তবে কাউকে ঘন্টায় হাত দিতে হচ্ছে না।

এই অভিনব ঘন্টাটি তৈরি করেছেন একজন ৬২ বছরের মুসলিম বৃদ্ধ নাহরু খান। তাঁর কথায়,”আমি যখন আজানের আওয়াজ শুনলাম তখন ভেবেছিলাম মন্দিরেও ঘন্টা বাজবে। সেকান থেকেই এই ধারণা।” ৬ হাজার টাকা খরচ করে নাহরু তৈরি করেছেন এই ঘন্টা।

জানা গেছে যে, করোনা আবহের মধ্যেই বিভিন্ন ধর্মীয় স্থান খোলার নির্দেশ পাওয়া গেছে। মন্দির খোলা হলেও মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে সবরকম ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। সবাই একই ঘন্টা বাজালে ছড়িয়ে পড়বে ভাইরাস। তাই এই অভিনব ঘন্টার ব্যবস্থা করা হয়েছে।

এই ঘন্টা আশেপাশে কেউ থাকলে নিজে থেকেই বেজে ওঠে। যারা মন্দিরে এসেছেন, তারা যখন হাত তুলে ওই সেনসরের কাছে নিয়ে যাচ্ছেন তখনই বেজে উঠছে ঘন্টা।

Related Articles

Back to top button
Close