যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লকডাউনের মাঝেও দুঃশ্চিন্তা বাড়াচ্ছে। গত চার দিনে রাজ্যে নতুন ৫০০ করোনা আক্রান্তের পর রবিবার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিল পশ্চিমবঙ্গ। এই প্রথম একদিনে ২০০-র বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০৮ জন। এর আগে একদিনে সর্বোচ্চ ছিল ১৫৬ জন। সেই রেকর্ড এবার হেলায় ভেঙে আরও এগিয়ে গেল রাজ্য। পাশাপাশি, এদিন তিন জন নতুন করে মারা যাওয়ায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০।
আরও পড়ুন: বিদ্যুতের ব্যর্থতার দায় রাজ্যের নয় সিইএসসির , সাফ জানালেন ফিরহাদ
এদিনের এই রেকর্ডের পর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৬৬৭। তার মধ্যে সক্রিয় রোগী, অর্থাৎ বর্তমানে চিকিৎসা চলছে ২,০৫৬ জনের। এছাড়াও ১,৩৪০ জনকে ছাড়া হয়েছে সুস্থ করে। গত ২৪ ঘণ্টায় ৯,৩০০ মতো নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা গিয়ে দাঁড়াল প্রায় ১ লক্ষ ৩৯ হাজার।