যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বলিউডের বিশিষ্ট প্রযোজক-পরিচালক করণ জোহরের বাড়িতে এবার হানা দিল করোনা। করণের বাড়ির দুই পরিচারক এই মারণ ভাইরাসের শিকার বলে জানা গেছে। করণ নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে এই কথা জানিয়েছেন। তাদের দুজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি করণ জোহর জানিয়েছেন, বাড়ির সকলেই ১৪ দিন আইসোলেশনে থাকবেন। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমাদের বিল্ডিংটিকে স্যানিটাইজ করা হয়েছে।
করণ জানিয়েছেন, বাড়ির অন্যান্য পরিচারক ও পরিবারের আমরা সকলেই ভালো আছি। আমাদের কোনও উপসর্গও নেই। সকালে আমাদের লালারস পরীক্ষা করা হয়। তবে তারপরেও আমরা সকলে ১৪ দিন আইসোলেসনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।