fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনার প্রতিষেধক হোমিওপ্যাথি আর্সেনিক অ্যালবা-৩০ বিনামূল্যে বিতরণ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক কালে কল্যানীর বিভিন্ন অঞ্চলে যেভাবে একের পর এক COVID -19 পজেটিভ মানুষের সংখ্যা বেড়ে চলেছে, তাতে কল্যানীর মানুষ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে। এইমতো অবস্থায় শনিবার কল্যাণী বি-১৫, লেকপল্লীর (লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টার) এর পক্ষ থেকে হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবা-৩০ প্রায় ৩০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

কল্যাণী বি-১৫ লেকপল্লীর বিশিষ্ট সমাজসেবী ও বয়সজ্যেষ্ঠ সম্মানীয় শ্রী পরিতোষ সিনহার উদ্যোগে ও লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টারের সম্পাদক শ্রী সুমিত রঞ্জন দাস(পান্না)র নেতৃত্বে, শ্রী অমর বিশ্বাস ,শ্রীমতি প্রিয়াঙ্কা সরকার, শ্রী তাপস কর, শ্রী স্বরূপ সেনগুপ্ত, শ্রী অরিন্দম নন্দী সহ পাড়ার অন্যান্য সভ্যগনদের সহযোগিতায় এই কর্মসূচি সম্পূর্ণ করা হয়।

 

সম্পাদক সুমিত রঞ্জন দাস মহাশয় বলেন, কল্যাণী বি-১৫ র মতো জায়গায় প্রচুর বয়স্ক ও অবসর প্রাপ্ত মানুষের বাস। তাই আমাদের লক্ষ্য কিছুতেই এই মারণ ভাইরাস যাতে তার মারণ থাবা এখানে না বসাতে পারে।

Related Articles

Back to top button
Close