fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

দিনহাটায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তা বাড়ছে প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: করোনা আক্রান্তের সংখ্যা থামছে না দিনহাটায়। সোমবার জেলায় মোট ২৮ জনের করোনা পজটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে কোচবিহার সদর মহকুমায় ১৫ জন, দিনহাটায় ৬ জন, মাথাভাঙায় ৫ জন ও তুফানগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। এদিন সুস্থ হয়েছেন ২৬ জন করোনা আক্রান্ত রোগী।

এনিয়ে কোচবিহার জেলায় মোট করোনা আক্রান্ত ১৮৬২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫৫০ জন। বর্তমানে একটিভ কেস ৩১২ জন বলে জানা গিয়েছে। গতকাল পর্যন্ত জেলায় কন্টেনমেন্ট জোন ছিল ২৪৭ টি। মাঝের কয়েকদিন কোচবিহারে আক্রান্তের হার কিছুটা উর্ধগামী থাকলেও এদিন কিন্তু অনেকটাই কম। আর এতে জেলার স্বাস্থ্য কর্তাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছ। এদিকে আক্রান্তের সংখ্যা কমাতে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দিন লালা রস সংগ্রহ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
Close