করোনায় দেশে সুস্থতার হার ঊর্ধ্বমুখী, মৃত্যু ছাড়াল ১.৩০ লক্ষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় দেশে মৃত্যু ছাড়াল ১.৩০ লক্ষ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৯ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৯ জনের।নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লক্ষ ৭৪ হাজার ২৯১ জন। এখন অবধি দেশে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৫১৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৫৩ হাজার ৪০১।
আরও পড়ুন- গণধর্ষণের পর বের করে নেওয়া হল শিশুকন্যার ফুসফুস
যা গত ২৪ ঘন্টার থেকে ১২ হাজার ৭৭ কম। পাশাপাশি সুস্থতার হারও অনেক বেশি। দেশজুড়ে করোনা আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে উঠেছে ৮২ লক্ষ ৯০ হাজার ৩৭১ জন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭৯১ জন। করোনা ভ্যাক্সিন নিয়ে বিশ্বের একাধিক দেশে চলছে পরীক্ষা- নিরিক্ষা। আশা করা যাচ্ছে যে, আগামী বছরই দেশে চলে আসবে করোনা ভ্যাক্সিন।