করোনার আক্রান্ত নার্স ও চিকিৎসক, মন্তেশ্বর হাসপাতালের বন্ধ আউটডোর পরিষেবা

অভিষেক চৌধুরী, কালনা: দু দিন আগেই পূর্ব বর্ধমানের মন্তেশ্বর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছিলেন এক নার্স। আর তারপরেই এইবার আক্রান্ত হলেন ওই হাসপাতালেরই বিএমওএইচ।এই ঘটনায় স্বাভাবিক কারণেই ক্রমশ আতঙ্ক ছড়িয়েছে।
বর্তমানে বিএমওএইচ বর্ধমানের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা নিয়ে চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ। একের পর এক চিকিৎসক ও নার্সদের আক্রান্ত হওয়ায় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে।শুধুমাত্র জরুরী বিভাগের পরিষেবা চালু থাকলেও স্বাস্থকর্মী, রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে সংক্রমণের আতঙ্ক তৈরী হয়েছে।
গত বুধবার এই হাসপাতালের এক ষ্টাফ নার্স আক্রান্ত হওয়ার পরই তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এরপরেই ব্লক মেডিকেল অফিসার সত্যপ্রকাশ পাত্র করোনায় আক্রান্ত হোন। এইসব ঘটনার পরই হাসপাতাল অন্যান্য দিনের তুলনায় রোগীদের ভিড় বেশ কম।