করোনা সংক্রমণ আটকে দিতে পারে ডেঙ্গু!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আটকাতে উঠে আসছে নানা তথ্য। কেউ বলছে আয়ুর্বেদিক ওষুধে নিরাময়ে হবে, আবার কেউ বলছে প্রাণায়ম যোগা থেকে করোনা মুক্তি ঘটবে। এবার জানা গেল করোনাকে আটকাতে দিতে পারে ডেঙ্গু।
ব্রাজিলে থেকে থেকে উঠে আসা এক গবেষনায় জানা গেছে, যেসব এলাকায় বছর খানেকের মধ্যে ডেঙ্গু রোগ মারাত্মক প্রভাব বিস্তার করেছিল সেখানে সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ তুলনামূলকভাবে কম। অথবা ধীরগতিতে এই মারাত্মক ভাইরাস তার প্রভাব বিস্তার করেছে।
আরও পড়ুন:বাংলা,কেরলে জঙ্গিবাদের দায় বাম-কংগ্রেস-তৃণমূলের! একুশে রাষ্ট্রবাদী সরকারে দাবি ভিএইচপির
ডিউক ইউনিভার্সিটির প্রফেসর মিগুয়েল নিকোলেলিসের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে বিশেষ তথ্য। যদিও এখনই সেই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়নি। যদি এটি সঠিক প্রমাণিত হয়, তবে ডেঙ্গু সংক্রমণের জন্য ব্যবহৃত ভ্যাকসিন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের মুক্তি দিতে পারে।