করোনাকে অনেকটাই জয় করেছে ইতালি, ৪ মে শুরু হচ্ছে বিমান-রেল পরিষেবা
যুগশঙ্খ ডিজিটাল ডেক্স: করোনাকে অনেকটাই জয় করে ফেলেছে ইতালি। এরফলে সেই দেশে আগামী ৪ মে শুরু হচ্ছে বিমান-রেল পরিষেবা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭২ জন। আর প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। প্রায় ৭৫ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তাই আগামী ৪ মে থেকে বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
গত বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী পাওলা ডি মিশেলি জানিয়েছেন, ৪ মে থেকেই ফ্লোরেন্সের পেরেটোলা ও রোমের সিয়ামপিনো বিমানবন্দর পুরোদমে চালু করা হচ্ছে। গত ১৪ মার্চ থেকে ওই দুই বিমানবন্দর থেকে সব ধরনের বিমান পরিষেবা বন্ধ রয়েছে।
করোনা ভাইরাসের থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইতালি। মৃত্যুর নিরিখে আমেরিকার পরেই স্থান ছিল ইতালির। কিন্তু গত কয়েকদিন ধরে সংক্রমণ ও মৃত্যুর হার কমতে শুরু করেছে ইতালিতে।
আর এরপরেই লকডাউন শিথিল করার কথা জানিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী।