গুরুত্বপূর্ণদেশহেডলাইন
করোনা রুখতে কড়া ঝাড়খন্ড সরকার,মাস্ক না পরলেই ১ লক্ষ টাকা জরিমানা, ২ বছরের জেল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মাস্ক না পরলেই ১ লক্ষ টাকা জরিমানা ও ২ বছরের জেল হবে। এমনই ঘোষণা করেছে ঝাড়খন্ড সরকার। শুধু তাই নয়, মাস্ক না পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানা এবং করোনা বিধি নিষেধ না মানলেও ২ বছর পর্যন্ত জেল হতে পারে৷
ঝাড়খন্ডের ক্যাবিনেট সচিব অজয় কুমার জানিয়েছেন, করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের কোনও নিষেধ মানছেন না কিছু শ্রেণীর মানুষ। যাদের জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ঝাড়খন্ডে করোনা আক্রান্তের সংখ্যা ৬,২০০ জন।
সেইকারণে করোনা নিয়ন্ত্রণে এবার ব্যবসায়ী সংগঠনগুলি উদ্যোগী হয়েছে৷ ঝাড়খণ্ড চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুক্র, শনি এবং রবিবার রাজ্যের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে৷