fbpx
অসমহেডলাইন

করোনা : জিরিবামের জের জিরিঘাটে, লকডাউনের সিদ্ধান্ত নাগরিক সভায়

লক্ষীপুর: করোনাতঙ্ক দেখা দিয়েছে সিমান্ত এলাকা জিরিঘাটে l জিরিবাম পুলিশের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ায় এই আতঙ্ক দেখা দিয়েছে l এর জেরে সোমবার থেকে আগামী ছদ্দদিন পর্যন্ত জিরিঘাট এলাকায় লকডাউন কার্যকরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে l উল্লেখ্য, জিরিবাম থানার এএসআই এসএন যাদব পরিবার নিয়ে ভাড়া থাকেন জিরিঘাট মলয় সাহার বাড়িতে l এখান থেকেই প্রতিদিন জিরিবাম গিয়ে তিনি নিজের দায়িত্ব পালন করেন l এরমধ্যে ক’দিন আগে এক জিরিবাম পুলিশের শরীরে করোনা পজিটিভ ধরা পরে l এই খবরটি প্রকাশ্যে আসার পর সঙ্গে সঙ্গে জিরিবাম জেলা প্রশাসন ওই পুলিশ কর্মীর সংস্পর্শে আসা অন্য পুলিশদের কোয়ারাণ্টাইন করে l এরপর এদের সোয়াব টেস্ট করা হলে শুক্রবার রাত মোট আটাশ জন পুলিশ কর্মীর শরীরে করোনা পজিটিভ ধরা পরে বলে জানা গেছে l যারমধ্যে রয়েছেন জিরিঘাট ভাড়া ঘরে থাকা এএসআই এসএন যাদবl

লক্ষীপুরের সহকারী সার্কল অফিসার নিকুঞ্জ কুমার দাস জানিয়েছেন,ঘটনাটি প্রকাশ্যে আসার পর মলয় সাহার পুরো বারীকেই সিল করে দেওয়া হয়েছে l শনিবার এনিয়ে এক সভায় মিলিত হন আতঙ্কিত জিরিঘাটবাসী l সভা অনুষ্ঠিত হয় জিরিঘাট থানায় l করোনা মোকাবিলায় অসম-মনিপুর অর্থাত্ জিরিঘাট-জিরিবাম সিমান্ত বন্ধ করে দেওয়া হলেও জিরিঘাট বাজারে জিরিবাম পুলিশের আনাগোনা নিয়ে বিস্তর আলোচনা করেন তারা l এরপর সর্বসম্মতিক্রমে করোনা মোকাবিলায় আগামী সোমবার থেকে ছদ্দ দিন লকডাউন পালনের সিদ্বান্তে উপনীত হন l কংগ্রেস নেতা তথা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুবীর সরকার ও সমাজসেবী পান্না পালরা জানান,লকডাউনে শুধু ঔষধালয় খোলা থাকবে l আজ সন্ধায় মাইকযোগে বিষয়টি জানানো হয়েছে জিরিঘাটে l তবে,এই লকডাউন জুড়েবলে নয়—ব্যবসায়ীদের ইচ্ছা প্রকাশে এমন সিদ্বান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা l

স্থানীয়রা জানিয়েছেন,মলয় সাহার বাড়িতে আরো ভাড়াটে রয়েছেন l এসএন যাদব জিরিবামে চিকিত্সাধীন থাকলেও তার পরিবার এখনও জিরিঘাট ভাড়া ঘরে রয়েছেন l আজ তাদের ও অন্যদের সোয়াব টেস্ট করা হয়েছে l জিরিঘাট থানার ওসি পি ডেকা জানিয়েছেন,প্রশাসনের পক্ষে বাড়িটি সিল করার পাশাপাশি পরিস্থিতি বিবেচনা করে জিরিবাম পুলিশের জিরিঘাটে আসা নিষিদ্ধ করা হয়েছে l এছাড়া,জিরিঘাট থেকেও জিরিবামে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি l

Related Articles

Back to top button
Close